Skip to main content

ভালবাসানিয়ে কবিদের বাণী

yousufhossain985.blogspot.com
দিতে যে পারে না , পাওয়া তার ঘটে না ।
......................শ্রী শ্রী ঠাকুর অনুকূলচদ্র
--------------------------######--------------------------
আপনার শক্তির প্রয়োজন হবে শুধুমাত্র তখনই যখন আপনি কারো
ক্ষতি করতে ইচ্ছুক,
এছাড়া অন্য সবকিছু করতে শুধুমাত্র ভালোবাসাই যথেষ্ট ..
- হুমায়ূন আহমেদ
--------------------------######--------------------------
তোমাকে সুখের উপর বিশ্বাস
রাখতে হবে, নাহলে সুখ কোনদিন
তোমার কাছে আসবে না।
--উইলিয়াম জেমস।
--------------------------######--------------------------
 আমি ভালবাসি যারে
সেকি কভু আমার
হতে দূরে যেতে পারে!!
---রবীন্দ্রনাথ ঠাকূর
--------------------------######--------------------------
"বেঁচে থাকার মত আনন্দ আর কিছুই নেই।
কত অপূর্ব দৃশ্য চারিদিকে।
মন দিয়ে আমরা কখনো তা দেখি না।
যখন সময় শেষ হয়ে যায়,
তখনি শুধু হাহাকারে হৃদয় পূর্ণ হয়।"
— হুমায়ূন আহমেদ
 --------------------------######--------------------------
আমার আপনার চেয়ে আপন যে জন
খুঁজি তারে আমি আপনার,
আমি শুনি যেন তার চরণের ধ্বনি
আমারি তিয়াসী বাসনায়।।-
----- – কাজী নজরুল ইসলাম
--------------------------######--------------------------
প্রহর শেষে আলোয় রাঙ্গা সেদিন চৈত্র মাস ,
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ !
_রবীন্দ্রনাথ ঠাকুর
--------------------------######--------------------------
কল্পনাতে কোনো দোষ নেই। কলঙ্কও নেই,
আর কল্পনার অধিকার শুধুমাত্র মানুষেরই।
অন্য প্রাণীদের তো এ দান দেননি সৃষ্টিকর্তা |
___ বুদ্ধদেব গুহ
 --------------------------######--------------------------
আবেগ লুকাতে হয়। অতি আবেগ
মানুষকে সামনে এগোতে দেয় না।
__হুমায়ূন আহমেদ
--------------------------######--------------------------
যে তোমাকে কষ্ট দেয় তাকেতুমি ভালবাসো।
আর যে তোমাকে ভালবাসে তাকে তুমি কষ্ট দিওনা।
কারণ পৃথিবীর কাছে হয়তো তুমি কিছুই নও,
কিন্তু কারো কাছে হয়তোবা তুমিই তার পৃথিবী।
---নেপোলিয়ান
 --------------------------######--------------------------
 ভালবাসা যা দেয়, তার চেয়ে বেশি কেড়ে নেয় ! –টেনিসন
--------------------------######--------------------------
নিজেকে কখনো অপরের চেয়ে ছোট মনে করো না । -জন
কিপলিং
 --------------------------######--------------------------
 যে অল্প লইয়া সুখী সেই ভাগ্যবান, আর বিত্তশালী হইয়াও যে
অসুখী সে দুর্ভাগাই বটে । -ডেমোক্রিটাস
--------------------------######--------------------------
ভালোবাসা পাওয়ার মাঝে সব পূর্নতা ও তৃপ্তি থাকে না।
কিছু কিছু সময় ভালোবাসা না পাওয়ার মাঝেই অনেক পূর্নতা ও
তৃপ্তি থাকে।
--প্রনব কুমার রায়
--------------------------######--------------------------
ভালোবাসায় যখন স্বার্থ জড়িয়ে পড়ে তখনি তার নাম হয়
প্রেম।
------প্রণব কুমার রায়
--------------------------######--------------------------
ভাল যদি বাসতেই হয় তবে তাকে বাসো,
যার মন পাথরের মত শক্ত । কারন, সেই পাথরে
যদি তুমি একবার ফুল ফুটাতে পারো, তবে সে
ফুল শুধু তোমার জন্যই শোভা বিতরন করবে |
___ টার্মস টমাস
--------------------------######--------------------------
যাকে ভালোবাসো তাকে চোখের আড়াল করো না।
___ বঙ্কিম চন্দ্র।
--------------------------######--------------------------
" যদি ঘুম থেকে উঠার ক্ষেত্রে বনের
পাখি আপনাকে হারিয়ে দেয়...
তবে সেখানেই আপনার ব্যার্থতা।
- হযরত আবু বকর রা:
--------------------------######--------------------------
" ভাল লোকের সংস্পর্শে থাকো,
তোমার বুদ্ধি না থাকলেও তারা
সময় মতো সৎ পরামর্শ দিবে। "
----- টমাস ফুলার
--------------------------######--------------------------
মানুষ খুবই স্বাধীন প্রাণী কিন্তু অদ্ভুত
কারণে সে ভালবাসে শিকল পরে থাকতে।
- হুমায়ুন আহমেদ
--------------------------######--------------------------
যে নিজের মর্যাদা বোঝে না অন্যেও তার মর্যাদা দেয় না!
- হযরত আলী (রাঃ)
--------------------------######--------------------------
তুমি পানির মত হতে চেষ্টা কর, যে কিনা নিজের চলার পথ
নিজেই তৈরী করে নেয়।
পাথরের মত হয়োনা, যে নিজে অন্যের পথরোধ করে" l
- হযরত আলী (রাঃ.)
--------------------------######--------------------------
যা তুমি দেখাও, তার চেয়ে বেশী তোমার থাকা উচিত।
যা তুমি জানো, তার তুলনায় কম তোমার বলা উচিত।
- শেক্সপিয়র
 --------------------------######--------------------------
যাহা দিলাম তাহা উজাড় করিয়াই দিলাম । এখন ফিরিয়া
তাকাইতে গেলে দুঃখ পাইতে হইবে । অধিকার ছাড়িয়া দিয়া
অধিকার রাখিতে যাইবার মতো এমন বিড়ম্বনা আর নাই।
--- রবীন্দ্রনাথ ঠাকুর
--------------------------######--------------------------
“ মানুষের স্বভাব হলো, কেউ যখন ভালোবাসে তখন নানান
কর্মকাণ্ড করে সেই ভালোবাসা বাড়িয়ে দিতে ইচ্ছে করে,
আবার কেউ যখন রেগে যায় তখন তার রাগটাও বাড়িয়ে দিতে
ইচ্ছা করে।"
--- হুমায়ূন আহমেদ
--------------------------######--------------------------
নেই তবু যা আছের মতো দেখায়
আমরা তাকে আকাশ বলে ডাকি,
সেই আকাশে যাহারা নাম লেখায়
তাদের ভাগ্যে অনিবার্য ফাঁকি !
---নিরমলেন্দু গুণ
--------------------------######--------------------------
থাকুক তোমার একটু স্মৃতি থাকুক,
একলা থাকার খুব দুপুরে
একটি ঘুঘু ডাকুক।।
---রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
--------------------------######--------------------------
'মানুষের সঙ্গে গাছের অনেক মিল আছে । সবচেয়ে বড় মিল
হলো, গাছের মত মানুষেরও শিকড় আছে । শিকড় উপড়ে ফেললে
গাছের মৃত্যু হয়, মানুষেরও এক ধরনের মৃত্যু হয় । মানুষের নিয়তি
হচ্ছে তাকে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র মৃত্যুর ভেতর দিয়ে অগ্রসর হতে
হয় চুড়ান্ত মৃত্যুর দিকে' ।
--- হুমায়ূন আহমেদ ।
--------------------------######--------------------------
স্মৃতির উপর বিশ্বাস করতে নেই| স্মৃতি হচ্ছে প্রতারক|
নানানভাবে সে মানুষকে প্রতারণা করে||
--- হুমায়ূন আহমেদ
--------------------------######--------------------------
দুঃখকে স্বীকার করো না, –সর্বনাশ হয়ে যাবে ।
দুঃখ করো না, বাঁচো, প্রাণ ভ’রে বাঁচো ।
বাঁচার আনন্দে বাঁচো । বাঁচো, বাঁচো এবং বাঁচো ।
---নির্মলেন্দু গুণ
--------------------------######--------------------------
মনের মতন স্ত্রী আর সন্তান হলে জীবনের সব দুঃখ, সব ব্যর্থতা
মোকাবেলা করা যায়
--- নিমাই ভট্টাচার্য
--------------------------######--------------------------
 “প্রেমে পড়া মানে নির্ভরশীল হয়ে পড়া। তুমি যার প্রেমে
পড়বে সে তোমার জগতের একটা বিরাট অংশ দখল করে নেবে।
যদি কোনো কারণে সে তোমাকে ছেড়ে চলে যায় তবে সে
তোমার জগতের ঐ বিরাট অংশটাও নিয়ে যাবে। তুমি হয়ে
পড়বে শূণ্য জগতের বাসিন্দা”
--- হুমায়ুন আহমেদ
--------------------------######--------------------------
  তরুনী মেয়েদের হঠাৎ আসা আবেগ হঠাৎই চলে যায়। আবেগকে
বাতাস না দিলেই হলো। আবেগ বায়বীয় ব্যাপার, বাতাস
পেলেই তা বাড়ে। অন্য কিছুতে বাড়ে না।
--- হুমায়ূন আহমেদ
--------------------------######--------------------------
 যে জিনিস চোখের সামনে থাকে তাকে আমরা ভুলে যাই। যে
ভালোবাসা সবসময় আমাদের ঘিরে রাখে তার কথা আমাদের
মনে থাকে না। মনে থাকে হঠাৎ আসা ভালোবাসার কথা।"
--- হুমায়ূন আহমেদ
--------------------------
######--------------------------
 কাউকে বারবার 'ভালবাসি' বললে তার প্রতি ভালবাসা
খানিকটা হলেও বেড়ে যায়। বরং 'ভালবাসি' কথাটি না বলতে
বলতেই একসময় ভালবাসা হারিয়ে যেতে পারে।
--- ইমরান তাহের
--------------------------
######--------------------------
যা তুমি নিজে করো না বা করতে পারো না, তা অন্যকে
উপদেশ দিও না।
--- হযরত আলী (রাঃ).
--------------------------
######--------------------------
 তুমি দশটি সত্যর সাথে একটি মিথ্যা মিশিয়ে দাও, সেই
মিথ্যাটি সত্য হয়ে যাবে।
কিন্তু দশটি মিথ্যার মাঝে একটি সত্যি মিশাও, সত্য সত্যই
থেকে যাবে। সেটি আর মিথ্যা হবে না।
--- হুমায়ূন আহমেদ
--------------------------######--------------------------
একটি ছেলে ও একটি মেয়ের মধ্যে বন্ধুত্ব হতে পারে।তবে
তাদের মধ্যে কোনো এক সময় প্রেম হবেই। হতে পারে সেটা
ভুল,হতে পারে সেটা সঠিক,কখনো সেটা ক্ষণস্থায়ী,আবার হতে
পারে সারাজীবনের জন্য। কিন্তু প্রেম হবেই।
--- হুমায়ূন আহমেদ
--------------------------######--------------------------
অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। সবাই
ভালোবাসি বলতে পারে। কিন্তু সবাই অপেক্ষা করে সেই
ভালোবাসা প্রমাণ করতে পারে না।
--- হুমায়ূন আহমেদ
--------------------------
######--------------------------
তুমি ডাক দিয়েছ কোন্ সকালে কেউ তা জানে না,
আমার মন যে কাঁদে আপন মনে কেউ তা মানে না ॥
ফিরি আমি উদাস প্রাণে, তাকাই সবার মুখের পানে,
তোমার মতো এমন টানে কেউ তো টানে না ॥
-রবীন্দ্রনাথ ঠাকুর
--------------------------
######--------------------------
ভালবাসার ব্যাপারে পুরুষরা চিরকালই শিকার,
আর মেয়েরা শিকারী,
একজন
শিকারী যেমন শিকারের জন্য তার বন্দুককে ভালবাসে,
একজন মেয়ে মানুষও তেমনি সৃষ্টির প্রয়োজনে পুরুষকে
ভালবাসে।
 এ ভালবাসা বন্দুকের প্রতি শিকারীর প্রেম ভালবাসার সঙ্গেই
একমাত্র তুলনীয়।
----জর্জ বার্নাডশ
--------------------------
######--------------------------
ভালবাসিতে শিখ, ভালবাসা দিতে শিখ তাহলে তোমার
জীবনে কখনো ভালবাসার অভাব হবেনা.
---টমাস
ফুলার
  --------------------------
######--------------------------
অন্ধভাবে কাউকে ভালবেসনা তাহলে তার ফল কিন্তু শুভ
হবেনা.
                                                                     --কারলাইল
  --------------------------
######--------------------------
মা সন্তানকে ভালবেসেই ভালবাসার দাম
নিজের তৃপ্তির মধ্যে পেয়ে যান হাতে হাতে।
নইলে দীর্ঘদিন ধরে তাকে বড় করে
তুলতে অত কষ্ট করতে পারতেন না।
আসল কথা হল, যথার্থ প্রেম স্ব-নির্ভর হয়,
অন্য নির্ভর হয়না।
অপরপক্ষে কতটা প্রতিদান দিল কিংবা দিলনা,
সেটা ভালবাসাকে দুর্বল করেনা।
------শরত্চন্দ্র চট্টোপধ্যায়
--------------------------######--------------------------
যাকে সত্যিকার ভালবাসা যায়,
সে অতি অপমান, আঘাত করলে,
হাজার ব্যথা দিলে ও তাকে ভুলা যায়না।
---কাজী নজরুল ইসলাম
--------------------------######--------------------------
ভালবাসার
ব্যাপারে বেশি পাটোওয়ারী বুদ্ধি ভালো নয়।
যাকে দিবেন সম্পূর্নভাবেই দিবেন।
একেবারেই বাকী আমি কিছুই রাখবোনা প্রতিগ্গা করেই
দিবেন।
 তা না হলে জীবনে বিকৃতি দেখা দিবে।
যত ই দিবেন ততৃই পাবেন।
কার কাছ থেকে? নিজের কাছ থেকেই।
যতই ভালবাসবেন তত ই জীবনে স্বাদ পাবেন।
আর পাওয়াটাই বড় কথা।
--------মোতাহের হোসেন চৌধুরী
--------------------------######--------------------------
যে ভালবাসা দুজনকে দুদিক থেকে আকর্ষন করে মিলিয়ে দেয়,
সেটা ভালবাসা নয়,
সেটা অন্য কিছু বা মোহ আর কামনা।
----কাজী নজরুল ইসলাম
--------------------------######--------------------------
যে গভীরভাবে ভালবাসতে জানে বয়স তার কাছে কোন বাধা
নয়।
                                                     --------মেরী বেকার হার্ডি
--------------------------######--------------------------
পৃথিবীতে ভালবাসার একটি মাত্র ঊপায় আছে,
সেটা হল প্রতিদান পাওয়ার আশা না করে
শুধু ভালবেসে যাওয়া।
----ডেল কার্নেগী
--------------------------######--------------------------
ভালবাসা যা দেয়, তার চেয়ে বেশি কেড়ে নেয়!
-------টেনিনসন
--------------------------######--------------------------
ভালবাসা যখন পরিতৃপ্ত হয় তখন এর মাধুর্য কমে যায়।
------আব্রাহাম কওলে
--------------------------######--------------------------
ভালবাসা আচ্ছাদন নয় বরং চোখের জল।
------ইমারসন
--------------------------
######--------------------------
ছেলে এবং
মেয়ে বন্ধু
হতে পারে ,
কিন্তু
তারা
অবশ্যই
একে
অপরের
প্রেমে
পড়বে।
হয়ত খুবই
অল্প
সময়ের জন্য ,
অথবা ভুল সময়ে।
কিংবা খুবই দেরিতে , আর না হয় সব
সময়ের জন্য।
তবে প্রেমে তারা পড়বেই
--- হুমায়ূন আহমেদ
--------------------------######--------------------------
দুঃখ
নিজেই
নিজের
খেয়াল
রাখতে
পারে,
কিন্তু
আনন্দের
পুরোটা
উপভোগ
করতে
চাইলে
অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগকরে নিতে হবে
- মার্ক টোয়েন
--------------------------######--------------------------
মানুষ
নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ
করে
সে চায় তার প্রিয় কেউ
তাকে খুজে বের করুক ।
.......হুমায়ূন আহমেদ
--------------------------######--------------------------
জীবনে
দুটো
জিনিস খুবই
কষ্টদায়ক।
একটি
হচ্ছে, যখন
তোমার
ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তোমাকে
বলে না । আর অপরটি হচ্ছে, যখন তোমার ভালোবাসার
মানুষ তোমাকে ভালোবাসে না
সেটা তোমাকে সরাসরি বলে ।
___ শেক্সপীয়ার
--------------------------######--------------------------
‘‘ যারা আমাকে সাহায্য
করতে মানা করে দিয়েছিল
আমি তাদের প্রতি কৃতজ্ঞ। কারন তাদের
‘না’ এর জন্যই আজ আমি নিজের কাজ
নিজে করতে শিখেছি॥ ’’
---------------------- আইনস্টাইন
--------------------------######--------------------------
গাধা অতি আদরের ডাক সবাইকে গাধা ডাকা যায় না
বন্ধুদেরকেই গাধা ডাকা হয়।
---------------------- হুমায়ুন আহমেদ
--------------------------######--------------------------
প্রেম হয়
শুধু দেখা ও
চোখের
ভাল লাগা
থেকে, রাগ
থেকে
প্রেম হয়,
ঘৃণা থেকে
প্রেম হয়,
প্রেম হয়
অপমান
থেকে,
এমনকি প্রেম হয় লজ্জা থেকেও। প্রেম আসলে লুকিয়ে আছে
মানবসম্প্রদায়ের প্রতিটি ক্রোমসমে। একটু সুযোগ পেলেই সে
জেগে উঠে।।
_____হুমায়ূন আহমেদ
--------------------------######--------------------------
ভালবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধ হয় ভাল।
বিয়ে হলে মানুষটা থাকে ভালবাসা থাকে না।
আর যদি বিয়ে না হয় তাহলে হয়তবা ভালবাসাটা থাকে,
শুধু মানুষটাই থাকে না।
______হুমায়ূন আহমেদ!
--------------------------######--------------------------
যারা বলে অসম্ভব, অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয়।
– জন সার্কল
--------------------------######--------------------------
 "বিধাতার রাজ্যে ভালো জিনিস
অল্প হয় বলেই তা ভালো,
নইলে সে নিজের ভিড়ের ঠেলায়
হয়ে যেত মাঝারি"
------রবীন্দ্রনাথ ঠাকুর
--------------------------######--------------------------
"যদি তাহার বড় বড় ভুল
তুমি ক্ষমা করতে না পারো,
তাহলে তাকে ভালবাসার যোগ্য
তুমি নও ।"
---রবীন্দ্রনাথ ঠাকুর---
--------------------------######--------------------------
ভাল মানুষের চিহ্ন হচ্ছে যে সে সবসময় অপরের মধ্যকার
ভালোটাই দেখে
...................... শেইখ উমার সুলায়মান
--------------------------######--------------------------
"তোমার সত্যিকারের বন্ধু হচ্ছে সে, যে
তোমার সব খারাপ দিক জানে ; তবুও
তোমাকে পছন্দ করে|"
--- আলবার্ট হুবার্ড
--------------------------######--------------------------
একটা মিথ্যা কথা বলার আগে হাজার বার
চিন্তা করবে!!!
কারণ তুমার একটা মিথ্যা---------
এক জন মানুষ এর জীবন
একটা সম্পর্ক
একটা বিশ্বাস
ধংস করে দিতে পারে।

Comments

Popular posts from this blog

ভালবাসার সঙ্গা:-

ভালোবাসার সংজ্ঞা দিয়েছেন বিভিন্ন দার্শনিক বিভিন্ন ভাবে । ব্যক্তি ভেদে এই সংজ্ঞা বদলে যায় , যেমন বিখ্যাত গণিতবিদ পীথাগোরাস কে আমরা সবাই কম-বেশি চিনি। একবার কোন এক “ ভালোবাসা দিবস” এ এক লোক পীথাগোরাস কে জিজ্ঞেশ করেছিল, আপনার কাছে ভালবাসা’র সংজ্ঞা কী হতে পারে? পীথাগোরাস কোনো কথা না বলে খাতা-কলম নিয়ে বসে পরলো। তারপর কিছুক্ষন পর বলল, আমার কাছে ভালবাসা হচ্ছে ২২০ এবং ২৮৪ এর উৎপাদক ।তখন লোকটি বলল , কীভাবে? পীথাগোরাস বলল , ২২০ এর উৎপাদক হলো ১,২,৪,৫,১০,১১,২০,২২,৪৪,৫৫,১১০ এবং ২৮৪ এর উৎপাদক হলো ১,২,৪,৭১,১৪২ এখন আপনি যদি ২২০ এর উৎপাদক গুলোকে যোগ করেন তাহলে যোগফল হবে ২৮৪ (১+২+৪+৫+১০+১১+২০+২২+৪৪+৫৫+১১০=২৮৪) এবং ২৮৪ এর উৎপাদক গুলোকে যোগ করেন তাহলে যোগফল হবে ২২০ (১+২+৪+৭১+১৪২=২২০) কী! মজার না? আবার দেখুন আমাদের দেশের কবি রফিক আজাদের একটা কবিতা আছে, "ভালোবাসার সংজ্ঞা" ভালোবাসা মানে দুজনের পাগলামি, পরস্পরকে হৃদয়ের কাছে টানা; ভালোবাসা মানে জীবনের ঝুঁকি নেয়া, বিরহ-বালুতে খালিপায়ে হাঁটাহাঁটি; ভালোবাসা মানে একে অপরের প্রতি খুব করে ঝুঁকে থাকা; ভালোবাসা মানে ব্যাপক বৃষ্টি, বৃষ্

আমি নিজের চোখকে বিস্বাস করাতে পারছিলামনা।

আমি নিজের চোখকে বিস্বাস করাতে পারছিলামনা। - রাইসাঃ কি তুমার বিস্বাস হচ্ছেনা,আমি তুমার সামনে?? - আমিঃ তুমাকে কি আমি স্পর্শ করে দেখতে পারি? - রাইসাঃ আমি কি তুমাকে নিষেদ করেছি! - আমি আমার হাতটা রাইসার হাতের উপরে রাখলাম,আমার ভিতরে অজানা একটা ভাল লাগা কাজ করলো,বুকের ভিতরটা মোচর দিয়ে উঠলো! - এরি নাম হয়তো ভালবাসা! - আমি শুধু মুগ্ধ হয়ে রাইসাকে দেখছি।। - কখন যে সময় পেরিয়ে গেলো বুঝতে পারলাম না।।।হঠাৎ রাইসার ডাকে আমার হুশ্ ফিরলো! - রাইসাঃএখন আমাকে যেতে হবে শাকিল। - আমিঃ কেন?আরেকটু থাকোনা! - রাইসাঃ না একটু পরে আযান হবে,আমি আর থাকতে পারবনা, দিনের আলো আমি একদম সহ্য করতে পারিনা।আমি যাচ্ছি ভাল থেকো। রাইসা চলে গেলো। - ঘরটা আগের মতো আবার অন্ধকার হয়ে গেলো।শুধু একটা মিষ্টি গন্ধ পাচ্ছি! - - তার পর বেশ কিছুদিন কেঁটে গেলো,রাইসা আমাকে কল করছে না,দেখা করতেও আসছেনা।। - ভাবলাম ও হয়তো আমাকে ভুলে গেছে! মনের অজান্তেই কখন রাইসাকে আমি ভালবেসে ফেলেছি,জানিনা। - খুব কষ্ট হচ্ছিলো! রাইসাকে ছাড়া আর কোন কিছু ভাবতে পারছিনা আমি। হোক না সে অন্য কোন জাতি!আমি তু তাকে ভালবাসি আর ভালবাসা

Lilaboti porbo 1

০১. রেললাইনের উপর একটা বক Sep 17, 2017 | লীলাবতী (২০০৫) পূর্বকথা আমার শৈশবের একটি অংশ কেটেছে মোহনগঞ্জে, আমার নানার বাড়িতে। ছায়াময় একটি বাড়ি, পেছনে ঘন জঙ্গল। জঙ্গলের ভেতর সারদেয়াল– পূর্বপুরুষদের কবরস্থান। সব কিছুই রহস্যময়। সন্ধ্যাবেলায় সারদেয়ালে ছায়ামূৰ্তিরা হাঁটাহাঁটি করে। গভীর রাতে বাড়ির ছাদে ভূতে ঢিল মারে। কেউ তেমন... ০২. আমার নাম আনিস Sep 17, 2017 | লীলাবতী (২০০৫) আমার নাম আনিস। আনিসুর রহমান। এই অঞ্চলে আমার অনেকগুলি নাম আছে— কুঁজা মাস্টার, গুঁজা মাস্টার। কুঁজা হয়ে হাঁটি এইজন্যে কুঁজা মাস্টার। কলেজের প্রিন্সিপ্যাল গণি সাহেব আমাকে ডাকেন ভোঁতা-মাস্টার। সবসময় মুখ ভোঁতা করে রাখি বলে এই নাম। হ্যাঁ, আমি সবসময় মুখ ভোঁতা করে রাখি। মাঝে... ০৩. কার্তিক মাসের সকাল Sep 18, 2017 | লীলাবতী (২০০৫) কার্তিক মাসের সকাল। সিদ্দিকুর রহমানের গায়ে ঘিয়া রঙের চাদর। ঘন হয়ে কুয়াশা পড়েছে। তিনি কুয়াশার ভেতর দাঁড়িয়ে আছেন। তার দৃষ্টিতে একধরনের মুগ্ধতা আছে। মুগ্ধতার কারণ এই বছর শিউলি গাছে ফুল ফুটেছে। হাজার হাজার ফুল। গত বছর এবং আগের বছর গাছে কোনো ফুল ফুটে নি। শিউলি গাছ... ০৪. সব জায়গা