Skip to main content


আমার আর হাবিবের মধ্যে কোন সম্পর্ক নেই। আমাদের দু'জনে দুই পথ
আলাদা হয়ে গেছে।
প্রায় তিন মাস হয়ে গেল আমাদের দুজনের কোন দেখা নেই,
কোন কথাও নেই- আজ সোমবার যুগান্তর প্রতিবেদকের কাছে
এমন কথাই জানালেন টিভি অভিনেত্রী তানজিন তিশা।
অনেক দিন ধরেই হাবিব আর তিশা প্রেম করে আসছিলেন।
হাবিবের সাবেক স্ত্রী রেহান তার সঙ্গে হাবিবের সংসার
ভাঙ্গার বিষয়ে তিশাকেই দায়ী করে আসছিলেন।
যদিও প্রথম দিকে বলেছেন তাদের ব্যক্তিগত কারণেই
মিউচুয়াল ডিভোর্স হয়েছে তাদের। কিন্তু তিশার সঙ্গে সম্পর্ক
জানাজানি হওয়ার পর তিশার দিকেই আঙ্গুল তুলেছেন রেহান।
তখন তিশা হাবিবের সঙ্গে তার সম্পর্ক রয়েছে এ বিষয়েও
সরাসরি কখনও মুখ খুলেননি। এবার খুললেন। সম্পর্ক নিয়ে নয়।
সম্পর্ক ভেঙার বিষয় নিয়ে।
তার মানে তিশা আর হাবিব প্রেম করলেও এখন আর তাদের
মধ্যে কোন সম্পর্ক নেই। ভেঙ্গে গেছে তাদের সম্পর্ক।
সম্পর্ক ভাঙ্গার বিষয়ে তিশা বলেন,'তিন মাস ধরে আমাদের
সম্পর্ক নেই। গণমাধ্যমে বলবো বলবো করে আর বলা হয়নি।
অনেক দিন আগে সম্পর্ক শেষ হলেও এখনো প্রতি মুহূর্ত মিথ্যার
সঙ্গে বসবাস করছি আমি। সবাই ভাবছে হাবিবের সঙ্গে এখনও
সম্পর্ক রয়েছে। বন্ধু, পরিবার, আত্মীয়স্বজন, সহশিল্পী, এমনকি
ভক্তদের কাছেও হাবিবের প্রসঙ্গ নিয়ে আমার দিকে আঙ্গুল
তুলছে।
বিষয়টি নিয়ে বেশ বিব্রত আমি। তাই বিষয়টি এখন পরিষ্কার
করছি।
হাবিব ও রেহানের সংসার ভাঙ্গার বিষয়ে তিশাকে দায়ি
করেছেন রেহান। এ বিষয়ে তিশা বলেন, ‘আমার আর হাবিবের
সম্পর্ক নিয়ে শুরু থেকেই রেহান ফেসবুক আর মোবাইল
ম্যাসেজে নানা মন্তব্য করেছেন।
রেহান বলেছেন, আমার জন্য নাকি তাদের সংসার ভেঙে
গেছে। এটা মিথ্যে কথা। আমাদের তখন সম্পর্ক ছিল। তাই
হাবিবের মুখে দিকে তাকিয়ে সব কিছু এড়িয়ে গিয়েছি।
এখন বলি, হাবিব ও রেহানের সংসার আমার জন্য নয়, তাদের
দুজনের ব্যক্তিগত কারণে ভেঙেছে। বিষয়টি নিয়ে হাবিবই ভাল
বলতে পারবেন। এ বিষয়ে আমি আর কিছু বলতে চাইনা।
মোঃ ইউসুফyousufhossain985.blogspot.com

Comments

Popular posts from this blog

ভালবাসার সঙ্গা:-

ভালোবাসার সংজ্ঞা দিয়েছেন বিভিন্ন দার্শনিক বিভিন্ন ভাবে । ব্যক্তি ভেদে এই সংজ্ঞা বদলে যায় , যেমন বিখ্যাত গণিতবিদ পীথাগোরাস কে আমরা সবাই কম-বেশি চিনি। একবার কোন এক “ ভালোবাসা দিবস” এ এক লোক পীথাগোরাস কে জিজ্ঞেশ করেছিল, আপনার কাছে ভালবাসা’র সংজ্ঞা কী হতে পারে? পীথাগোরাস কোনো কথা না বলে খাতা-কলম নিয়ে বসে পরলো। তারপর কিছুক্ষন পর বলল, আমার কাছে ভালবাসা হচ্ছে ২২০ এবং ২৮৪ এর উৎপাদক ।তখন লোকটি বলল , কীভাবে? পীথাগোরাস বলল , ২২০ এর উৎপাদক হলো ১,২,৪,৫,১০,১১,২০,২২,৪৪,৫৫,১১০ এবং ২৮৪ এর উৎপাদক হলো ১,২,৪,৭১,১৪২ এখন আপনি যদি ২২০ এর উৎপাদক গুলোকে যোগ করেন তাহলে যোগফল হবে ২৮৪ (১+২+৪+৫+১০+১১+২০+২২+৪৪+৫৫+১১০=২৮৪) এবং ২৮৪ এর উৎপাদক গুলোকে যোগ করেন তাহলে যোগফল হবে ২২০ (১+২+৪+৭১+১৪২=২২০) কী! মজার না? আবার দেখুন আমাদের দেশের কবি রফিক আজাদের একটা কবিতা আছে, "ভালোবাসার সংজ্ঞা" ভালোবাসা মানে দুজনের পাগলামি, পরস্পরকে হৃদয়ের কাছে টানা; ভালোবাসা মানে জীবনের ঝুঁকি নেয়া, বিরহ-বালুতে খালিপায়ে হাঁটাহাঁটি; ভালোবাসা মানে একে অপরের প্রতি খুব করে ঝুঁকে থাকা; ভালোবাসা মানে ব্যাপক বৃষ্টি, বৃষ্

আমি নিজের চোখকে বিস্বাস করাতে পারছিলামনা।

আমি নিজের চোখকে বিস্বাস করাতে পারছিলামনা। - রাইসাঃ কি তুমার বিস্বাস হচ্ছেনা,আমি তুমার সামনে?? - আমিঃ তুমাকে কি আমি স্পর্শ করে দেখতে পারি? - রাইসাঃ আমি কি তুমাকে নিষেদ করেছি! - আমি আমার হাতটা রাইসার হাতের উপরে রাখলাম,আমার ভিতরে অজানা একটা ভাল লাগা কাজ করলো,বুকের ভিতরটা মোচর দিয়ে উঠলো! - এরি নাম হয়তো ভালবাসা! - আমি শুধু মুগ্ধ হয়ে রাইসাকে দেখছি।। - কখন যে সময় পেরিয়ে গেলো বুঝতে পারলাম না।।।হঠাৎ রাইসার ডাকে আমার হুশ্ ফিরলো! - রাইসাঃএখন আমাকে যেতে হবে শাকিল। - আমিঃ কেন?আরেকটু থাকোনা! - রাইসাঃ না একটু পরে আযান হবে,আমি আর থাকতে পারবনা, দিনের আলো আমি একদম সহ্য করতে পারিনা।আমি যাচ্ছি ভাল থেকো। রাইসা চলে গেলো। - ঘরটা আগের মতো আবার অন্ধকার হয়ে গেলো।শুধু একটা মিষ্টি গন্ধ পাচ্ছি! - - তার পর বেশ কিছুদিন কেঁটে গেলো,রাইসা আমাকে কল করছে না,দেখা করতেও আসছেনা।। - ভাবলাম ও হয়তো আমাকে ভুলে গেছে! মনের অজান্তেই কখন রাইসাকে আমি ভালবেসে ফেলেছি,জানিনা। - খুব কষ্ট হচ্ছিলো! রাইসাকে ছাড়া আর কোন কিছু ভাবতে পারছিনা আমি। হোক না সে অন্য কোন জাতি!আমি তু তাকে ভালবাসি আর ভালবাসা

Lilaboti porbo 1

০১. রেললাইনের উপর একটা বক Sep 17, 2017 | লীলাবতী (২০০৫) পূর্বকথা আমার শৈশবের একটি অংশ কেটেছে মোহনগঞ্জে, আমার নানার বাড়িতে। ছায়াময় একটি বাড়ি, পেছনে ঘন জঙ্গল। জঙ্গলের ভেতর সারদেয়াল– পূর্বপুরুষদের কবরস্থান। সব কিছুই রহস্যময়। সন্ধ্যাবেলায় সারদেয়ালে ছায়ামূৰ্তিরা হাঁটাহাঁটি করে। গভীর রাতে বাড়ির ছাদে ভূতে ঢিল মারে। কেউ তেমন... ০২. আমার নাম আনিস Sep 17, 2017 | লীলাবতী (২০০৫) আমার নাম আনিস। আনিসুর রহমান। এই অঞ্চলে আমার অনেকগুলি নাম আছে— কুঁজা মাস্টার, গুঁজা মাস্টার। কুঁজা হয়ে হাঁটি এইজন্যে কুঁজা মাস্টার। কলেজের প্রিন্সিপ্যাল গণি সাহেব আমাকে ডাকেন ভোঁতা-মাস্টার। সবসময় মুখ ভোঁতা করে রাখি বলে এই নাম। হ্যাঁ, আমি সবসময় মুখ ভোঁতা করে রাখি। মাঝে... ০৩. কার্তিক মাসের সকাল Sep 18, 2017 | লীলাবতী (২০০৫) কার্তিক মাসের সকাল। সিদ্দিকুর রহমানের গায়ে ঘিয়া রঙের চাদর। ঘন হয়ে কুয়াশা পড়েছে। তিনি কুয়াশার ভেতর দাঁড়িয়ে আছেন। তার দৃষ্টিতে একধরনের মুগ্ধতা আছে। মুগ্ধতার কারণ এই বছর শিউলি গাছে ফুল ফুটেছে। হাজার হাজার ফুল। গত বছর এবং আগের বছর গাছে কোনো ফুল ফুটে নি। শিউলি গাছ... ০৪. সব জায়গা